লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ভারত সীমান্ত সংলগ্ন আউলিয়ার হাট এলাকায় চোরাচালানের সময় শিবিরের সাবেক উপজেলা সভাপতি মো. আতিক হাসান (২৫)কে মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের একটি চোরাচালানবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পাটগ্রাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, বিজিবি দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ একটি চোরাচালান মামলা দায়ের করে আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। পাটগ্রাম উপজেলা শাখা শিবিরের সভাপতি খোরশেদ আলম বলেন, ২০২২ সালে দলের প্রতি মনোযোগী না থাকায় আতিক হাসানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।
বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রেখেছে এবং আটক সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলছে।