Web Analytics

হাসিনা অন্তবর্তী সরকারের বিচারের কথা বলায় আসিফ নজরুল বলেন, চাপ বোধ করার প্রশ্নই আসে না। উনি বারবার বলেন, আমি কিন্তু বাংলাদেশে চলে আসব ইত্যাদি ইত্যাদি। এটাই আমরা চাচ্ছি। আপনাকে প্রত্যর্পণের আবেদন করে রেখেছি। ওনার নেতাকর্মীরা হুমকির মুখে অথচ উনি অন্য একটি দেশের আতিথেয়তা গ্রহণ করে কবিতা আবৃত্তি করা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। বিপ্লবী সরকার না হয়ে অন্তবর্তী সরকার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার পতনের পর কী ধরনের সরকার গঠন হবে, সেটা নিয়ে সিরিয়াস আলোচনা-কথাবার্তা হয়নি। তখন আমরা শেখ হাসিনাকে কিভাবে সরাব, সেটা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। ৫ আগস্ট গণ-অভ্যুত্থান ছিল। সেখানে বিপ্লবের উপাদান ছিল; কিন্তু বিপ্লব ছিল না। শেখ হাসিনা যদি আরও বেশিদিন ক্ষমতায় থাকত, আরও গণহত্যা চালাত, তাহলে এটা বিপ্লবে রূপ নিতে পারত।

Card image

Related Rumors

logo
No data found yet!