মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানের অংশ হিসেবে জর্ডানের বিমান বাহিনী সপ্তাহান্তে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। রোববার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানায় বলে এএফপি জানিয়েছে। শনিবার পরিচালিত এই হামলাগুলো আন্তর্জাতিক জোটের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে সম্পন্ন হয়।
জর্ডান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, অভিযানের মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সক্ষমতা দুর্বল করা এবং তাদের পুনর্গঠন প্রচেষ্টা ঠেকানো। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসবিরোধী অভিযানে জর্ডান তার সহযোগিতা অব্যাহত রাখবে।
এই ঘোষণা জর্ডানের চলমান আন্তর্জাতিক সহযোগিতার প্রতিফলন, যা অঞ্চলে চরমপন্থী নেটওয়ার্ক দমন ও নিরাপত্তা জোরদারে তার ভূমিকা তুলে ধরে।