চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের গভীর বনে ক্যামেরার ফাঁদে ধরা পড়েছে এক বিরল চিতা বাঘ। বন্যপ্রাণী সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ) এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির ফেসবুক পেজে চিতা বাঘের দুটি ছবি শেয়ার করা হয়, যেখানে তাকে গাছপালার মধ্যে শান্তভাবে হাঁটতে দেখা যায়। শিকারিদের হাত থেকে প্রাণীদের রক্ষা করতে গবেষকরা সঠিক বনাঞ্চলের নাম গোপন রাখেন। এই ঘটনা পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য এবং বিপন্ন প্রাণী সংরক্ষণের চলমান উদ্যোগের গুরুত্ব তুলে ধরে।