জাপানের নিগাতা প্রদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর প্রথমবারের মতো পুনরায় চালু হতে যাচ্ছে। পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার (টেপকো) জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৭টার পর একটি রিঅ্যাক্টর চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। গত মাসে নিগাতা গভর্নরের অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। কেন্দ্রটিতে ১৫ মিটার উঁচু সুনামি প্রতিরোধ দেয়াল ও উন্নত জরুরি বিদ্যুৎব্যবস্থা যুক্ত করা হলেও স্থানীয়দের নিরাপত্তা উদ্বেগ রয়ে গেছে।
গত সেপ্টেম্বরে করা এক জরিপে দেখা যায়, প্রায় ৬০ শতাংশ বাসিন্দা পুনরায় চালুর বিপক্ষে এবং ৩৭ শতাংশ পক্ষে। মঙ্গলবার কয়েক ডজন মানুষ কেন্দ্রের প্রবেশপথে বিক্ষোভ করেন। সাতটি সংগঠন প্রায় ৪০ হাজার স্বাক্ষরসহ একটি পিটিশন জমা দিয়ে কেন্দ্রটির ভূমিকম্পপ্রবণ অবস্থান নিয়ে উদ্বেগ জানায়।
জাপান সরকার জ্বালানি আমদানিনির্ভরতা কমানো, ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাজনিত বিদ্যুৎ চাহিদা মেটাতে পারমাণবিক শক্তি ব্যবহারের পক্ষে। এই রিঅ্যাক্টরটি হবে টেপকোর পরিচালনায় ২০১১ সালের পর প্রথম পুনরায় চালু হওয়া ইউনিট।