আজ ১৫ মার্চ ভারতে হোলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় সে দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি ও আমদানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আগামীকাল রোববার থেকে যথারীতি এই পথে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে। ওসি আরিফুল ইসলাম জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দুই দেশের যেকোনা উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত থাকে। সপ্তাহের সাত দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড় ৬টা পর্যন্ত এই চেকপোস্ট ব্যবহার করে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাত্রীরা বাংলাদেশ ও ভারত যাতায়াত করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।