মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার আওতায় বহুজাতিক বাহিনী মোতায়েনের বিষয়ে তুরস্ক ও ইরানের সঙ্গে কূটনৈতিক পরামর্শ জোরদার করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলেছেন। আলোচনায় মানবিক ত্রাণ, যুদ্ধবিরতি স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে মতবিনিময় হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটি মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যাতে গাজায় মানবিক সহায়তা অব্যাহত থাকে এবং যুদ্ধবিরতি কার্যকর হয়। তুরস্ক ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থার দাবি জানিয়ে সবচেয়ে সক্রিয় ভূমিকা রাখছে। ইসলামাবাদ জানিয়েছে, গাজায় আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি এবং হামাস বা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না।
পাকিস্তান ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এই আলোচনাগুলো আঞ্চলিক সমন্বয় জোরদারের ইঙ্গিত দিচ্ছে, যদিও মার্কিন শান্তি পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।