দেশে চাঁদাবাজি মহামারির মতো ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন সভায় তিনি বলেছেন, এলাকার ছোটখাটো পরিবর্তনের মাধ্যমে সারাদেশে বড় বদল আসবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে শহীদ আবরার ফাহাদসহ শহীদদের স্বপ্ন অনুযায়ী নতুন সংবিধান, বিচার ও সংস্কার আনতে হবে। নাহিদ ইসলাম জানিয়েছেন, রাজনৈতিক দল যদি বিদেশের আধিপত্যে বাধ্য হয়, জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম মর্যাদার সঙ্গে অগ্রসর হবে।