সীতাকুণ্ডের তুলাতলীতে ৭.১০ একর বনভূমিতে গড়ে ওঠা অবৈধ কোহিনূর স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড উচ্ছেদ করেছে প্রশাসন। একাধিক নোটিশেও কার্যক্রম বন্ধ না করায় সেনা, র্যাব, পুলিশ ও পরিবেশ কর্মকর্তাদের সমন্বয়ে অভিযান চালিয়ে জমি উদ্ধার করা হয়। অন্যদিকে গাজীপুরে নিটল মটরসের দখলে থাকা ১০ শতাংশ বনভূমি উদ্ধার করে বন্যপ্রাণী বিভাগ পুনরায় বনায়ন করেছে। অবৈধ নির্মাণ বন্ধ করে মামলা করা হয়।