Web Analytics

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলাগুলোর ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান প্রণয়ন না করার কারণ জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন এবং আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেন। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া জনস্বার্থে একটি রিট দায়ের করেন, যেখানে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখার নির্দেশনা চান। বর্তমানে বাংলাদেশ দণ্ডবিধি ও নতুন সাইবার নিরাপত্তা আইনে এ অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। রিটকারী মনে করেন, এই শাস্তি অপর্যাপ্ত হওয়ায় অনেকেই ধর্মীয় অবমাননামূলক মন্তব্য করতে সাহস পাচ্ছেন। আদালত বিষয়টি নিয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।