জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার মামলার বিচার আগামী জানুয়ারির মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এ মামলায় ৩০ আসামির বিরুদ্ধে ১২তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং মোট ৩০–৩৫ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। সাক্ষী অনুপস্থিতি ও তদন্ত কর্মকর্তার ব্যস্ততার কারণে কিছু বিলম্ব হলেও এটি স্বাভাবিক প্রক্রিয়া বলে জানান তিনি। মামলায় বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নাম এসেছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ সাক্ষ্যগ্রহণ ও জেরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রসিকিউশন জানুয়ারির মধ্যেই বিচার সম্পন্নের আশাবাদ ব্যক্ত করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।