চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় বৃহত্তম আম বাজার রহনপুর রেলস্টেশনে সোমবার সকাল থেকে আম কেনাবেচা বন্ধ রয়েছে। আড়তদারদের কমিশন নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে আম চাষিরা। ফলে রহনপুর-ভোলাহাট আঞ্চলিক সড়কের দুপাশে শতশত আম ভর্তি ভ্যানগাড়ি দাঁড়িয়ে রয়েছে। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। জানা গেছে, রোববার আড়তদাররা মিটিং করে কমিশন ধার্য করে! উপজেলা প্রশাসন বলছে দু'পক্ষের সঙ্গে কথা বলে সমাধান করা হবে।