সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে ৪ নারী ও ২ পুরুষকে পুশইন করেছে বিএসএফ। বুধবার রাতে সাতক্ষীরা সদর থানায় তাদের সোপর্দ করে বিজিবি। পুলিশ জানিয়েছে, তারা বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বাসবাস করতেন। ভারতীয় পুলিশ বোম্বে থেকে তাদের আটক করে হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে। জানা গেছে, সবাই বাংলাদেশি। তিনজনকে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের পরিচয় যাচাই-বাছাই চলছে। পরবর্তীতে তাদের নিজ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।