জুলাই চার্টার সম্পন্ন হলেই বড় ধরনের সংস্কার করার আশা প্রকাশ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সংবিধানসহ বিভিন্ন বড় ধরনের সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলের ঐকমত্য প্রয়োজন রয়েছে। সংস্কারের উদ্দেশ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। আইনের এমন সংস্কার করতে সরকার কাজ করছে যেন আরেকটি ফ্যাসিবাদ গড়ে ওঠা কঠিন হয়ে ওঠে। তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা আছে এটা করার, আমরা স্বৈরশাসকদের জন্য আইন যতটা সম্ভব কঠিন করে যেতে চাই।’ আরো বলেন, একটা আইন করতে গেলে অনেক বিস্তারিত আলোচনা করতে হয়। সংসদে অনেকবার রিভিউ হয়, বারবার খসড়া হয়। উপদেষ্টা বলেন, আগের সময়ের তুলনায় এখন সরকারের বিপক্ষে সমালোচনার অবারিত স্বাধীনতা রয়েছে। এটিও আমাদের একটা বড় সংস্কার।