স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৪৮ জন ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি। জানা গেছে, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ছয় হাজার ৯২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৯ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক আট শতাংশ নারী রয়েছেন। ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছেন ৩০ জন।