সিডনিতে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। পঞ্চম দিনে ইংল্যান্ড ৩৪২ রানে অলআউট হওয়ার পর অজিদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬০ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৩৮৪ রান, জবাবে অস্ট্রেলিয়া ৫৪২ রান করে বড় লিড নেয়। ট্রাভিস হেডের সেঞ্চুরি ও ব্যাটসম্যানদের ধারাবাহিক পারফরম্যান্সে সহজেই জয় পায় স্বাগতিকরা।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে জ্যাকব বেথেল সর্বোচ্চ ১৫৪ রান করেন, হ্যারি ব্রুক ও বেন ডাকেট করেন সমান ৪২ রান করে। তবে তাদের প্রচেষ্টা জয়ের জন্য যথেষ্ট ছিল না। অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডের দ্রুত সূচনা, পরে অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনের জুটি দলকে জয়ের পথে নিয়ে যায়।
প্রথম ইনিংসে ১৬৬ বলে ১৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হন ট্রাভিস হেড। সিরিজজুড়ে ৪৬ উইকেট ও ২০২ রান করে সিরিজসেরা নির্বাচিত হন মিচেল স্টার্ক।