বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জামায়াতে ইসলামীর অনেক দায় বিএনপি নিয়েছে। মানুষ বলতো বিএনপি একটি গণতান্ত্রিক দল, স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান, স্বাধীনতার ঘোষকের দল- তারা কেন রাজাকারদের সঙ্গে রাখছে?’ টাঙ্গাইল প্রেস ক্লাবে জিয়াউর রহমান ও তারেক রহমানের ওপর কটূক্তির প্রতিবাদে মানববন্ধনে টুকু জানান, তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ করার ঘোষণা দিয়েছেন এবং আগামীতে জাতীয় সরকার গঠন হবে। জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা জনগণের অধিকার হরণ করেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারেক রহমানের নেতৃত্বে এ দেশের ছাত্র-জনতা তাদেরকে বিতাড়িত করেছে। আপনারাও যদি জনগণের সে অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টিকারী হন, আপনাদের পরিণতিও এ রকমই হবে।’