দীর্ঘ ২০ বছর পর আগামী শুক্রবার রংপুর সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় কর্মসূচি অনুযায়ী তিনি পীরগঞ্জে জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন। তার আগমনকে ঘিরে রংপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং জনসভাস্থলে প্রস্তুতির চূড়ান্ত কাজ চলছে।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ভোটার ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তিনি বলেন, রংপুর দীর্ঘদিন অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত, বিএনপির নেতৃত্বে এই বৈষম্য দূর হবে বলে আশা করা হচ্ছে। রংপুরের উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা, বিমানবন্দর চালু, শিল্পায়ন, শিক্ষা ও চিকিৎসা আধুনিকায়নসহ একাধিক প্রস্তাবনা তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মাঠ পরিদর্শন করেছে এবং জনসভা ঘিরে একাধিক টিম কাজ করছে।