ইরান সরকার জানিয়েছে, ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১,০৬০ জন নিহত হয়েছেন এবং এই সংখ্যা ১,১০০-তেও পৌঁছাতে পারে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে শহীদ ও প্রবীণদের বিষয়ক ফাউন্ডেশনের প্রধান সাঈদ ওহাদি জানান, গুরুতর আহতদের মধ্যে অনেকে সংকটাপন্ন। ইসরাইলের ১২ দিনের বিমান হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়। যুদ্ধবিরতির পর ধীরে ধীরে ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করছে তেহরান। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বলছে, মোট নিহত ১,১৯০ জনের মধ্যে ৪৩৬ জন বেসামরিক নাগরিক।