গাজীপুরের টঙ্গীতে বিষপানে কেয়া আক্তার (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছেন। নিহত কেয়া বরগুনার পাথরঘাটা থানার কাকচিরা গ্রামের নূর আমিনের স্ত্রী। তিনি টঙ্গীর পূর্ব আরিচপুর তুরাগ বাজার এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে সোমবার গভীর রাতে বিষপান করে কেয়া। এরপর পরিবারের লোকজন তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। আর মঙ্গলবার ভোররাতে তার মৃত্যু হয়।