Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন, তার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো ভুঁইফোড় সামাজিক যোগাযোগমাধ্যম পেজগুলোর বিরুদ্ধে তিনি মামলা করবেন। তিনি বলেন, ৪৫তম বিসিএসে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রাইসুল ইসলাম পুলিশ ক্যাডারে সুপারিশ পাওয়ার পর থেকেই এসব অপপ্রচার শুরু হয়েছে। সাদিক কায়েম জানান, তিনি স্বরাষ্ট্র ও আইনবিষয়ক উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে রাইসুল ও শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত অন্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। তার অভিযোগ, কিছু প্রোপাগান্ডা পেজ তার নামে ভুয়া ফটোকার্ড ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি জানান, এসব পেজের বিরুদ্ধে সোমবার (১ ডিসেম্বর) আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।