বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি বক্তৃতা দিতে নয়, সাক্ষী দিতে এসেছেন। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে দরিদ্র করে রাখা হয়েছে। শুক্রবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে একসঙ্গে কাজ করলে পাঁচ বছরের মধ্যেই উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়া সম্ভব।
ডা. শফিকুর রহমান বলেন, উত্তরাঞ্চলে বেকার যুবক দেখতে চান না এবং প্রত্যেক নাগরিকের কর্মসংস্থান নিশ্চিত করাই তাদের লক্ষ্য। তিনি প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল স্থাপন ও বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু করে উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। জনগণকেই দলের শক্তি হিসেবে উল্লেখ করে তিনি পুরোনো দুর্বৃত্তদের নতুন রূপে ফিরে আসা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানান।
সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির সারজিস আলম ও জাতীয় গণতান্ত্রিক পার্টির রাশেদ প্রধান বক্তব্য দেন।