Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম আবর্তনের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) ‘মোনাজাতে ইনসাফ’ কর্মসূচির আওতায় দিনব্যাপী রোজা, মোনাজাত ও স্মরণানুষ্ঠান পালন করেন। টিএসসি এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে শহীদ ওসমান হাদি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা রোজা পালন, বাদ যোহর কোরআন খতম, বিকেলে সালাতুল হাজত আদায় এবং বাদ আসর ওসমান হাদির কবর জিয়ারত করেন। পরে তাঁর ও বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া শেষে মাগরিবের আগে সম্মিলিত ইফতার অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফাতিমা তাসনিম জুমা বক্তব্য দেন। তিনি বলেন, শহীদ ওসমান হাদি বাংলাদেশের মানুষের কাছে আধিপত্যবাদবিরোধী সাংস্কৃতিক লড়াই পৌঁছে দিতে চেয়েছিলেন এবং বিশ্বাস করতেন, এই সংগ্রামে বহু সংগঠন ও মানুষের অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরও বলেন, শিল্প-সংস্কৃতির প্রতিটি প্রকাশে যেন বাংলাদেশের কণ্ঠ ও পরিচয় প্রতিফলিত হয়, সে দায়িত্ব সবাইকে নিতে হবে। অন্য দেশের প্রভাব বা ভুল ব্যাখ্যার বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!