Web Analytics

ইরান রোববার রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোম থেকে টোলু-৩, জাফর-২ ও কাউসার-১.৫ নামের তিনটি রিমোর্ট-সেন্সিং স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। সয়ুজ-২.১বি উৎক্ষেপণযানের মাধ্যমে মাল্টি-পে-লোড মিশনের অংশ হিসেবে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। বার্তা সংস্থা মেহের জানায়, এটি ইরানের সপ্তমবারের মতো রাশিয়ার রকেট ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণ।

ইরানের স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিহ বলেন, এই উৎক্ষেপণ দেশটির মহাকাশ খাতের জন্য উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে এবং এটি প্রথমবার, ইরান একসঙ্গে একাধিক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। টোলু-৩ ইরানের ইতিহাসে সবচেয়ে ভারী ও উন্নত পর্যবেক্ষণ স্যাটেলাইট, যার ওজন ১৫০ কেজি। এর প্রায় ৮০ শতাংশ উপাদান ইরানে তৈরি, যা স্যাটেলাইট ক্লাস্টার প্রযুক্তির স্বদেশীকরণে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

ইরান আগামী বছর ‘শহীদ সোলাইমানি’ নামে তাদের প্রথম টেলিযোগাযোগ স্যাটেলাইট ক্লাস্টার উৎক্ষেপণের পরিকল্পনা করছে।

Card image

Related Rumors

logo
No data found yet!