Web Analytics

বাংলাদেশের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিচার বিভাগে চলমান সংস্কারের ফলে আগামী পাঁচ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমে আসবে। ২৪ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সংস্কার শুধু সংবিধানেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যে ২১টি সংস্কার আইন মন্ত্রণালয়ে সম্পন্ন হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে ঢাকা ও চট্টগ্রামে চালু হওয়া এই ই-পারিবারিক আদালতের মাধ্যমে অনলাইনে মামলা দায়ের ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ড. নজরুল বলেন, সংস্কার বাস্তবসম্মত হতে হবে এবং অতিরিক্ত সংস্কার রাষ্ট্র কাঠামোকে দুর্বল করতে পারে কিনা, তা বিবেচনা করা জরুরি। অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজলভ্য করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।