খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদার সোমবার দুপুরে গুলিবিদ্ধ হন। প্রথমে তিনি দাবি করেন, তাকে রাস্তায় গুলি করা হয়েছে। তবে পুলিশ তদন্তে জানতে পারে, ঘটনাটি সোনাডাঙ্গা এলাকার একটি বাসার ভেতরে ঘটেছে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো আলামত না পেয়ে ওই বাসার ভাড়াটিয়া তন্বী নামে এক নারীর সম্পৃক্ততা খুঁজে পায়। তল্লাশিতে একটি গুলির খোসা, বিদেশি মদের খালি বোতল ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তন্বীকে চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে জানা গেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, আগের রাতে মোতালেবসহ কয়েকজন ওই বাসায় প্রবেশ করেন। পুলিশের ধারণা, ব্যক্তিগত বা অভ্যন্তরীণ বিরোধ থেকেই গুলির ঘটনা ঘটে।
তন্বী ঘটনার পর পালিয়ে গেছেন। পুলিশ বলছে, ঘটনার পেছনের কারণ ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চলছে এবং ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করা হচ্ছে।