দোহারে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ আনুপাতিক ভোট নয়, সরাসরি পছন্দের মানুষকে ভোট দিতে চায়। তিনি পথসভায় অংশ নিয়ে ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান। অপরদিকে, বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন বানচালের জন্য পার্শ্ববর্তী দেশ থেকে কেউ যেন উসকানি দিতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। অনেকে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। পরে অনুষ্ঠান শেষে হিলি চারমাথা মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।