বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আওয়ামী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা.তাসনিম জারার বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন। একই সঙ্গে ব্যবস্থা নিতে বলা হয়েছে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধেও। আইনি নোটিশে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। উল্লেখ্য, এই আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি (২৪) নির্বাচনে সহ-সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।