পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন বলেছেন, ব্যাংককে বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের জন্য প্রস্তত বাংলাদেশ। ভারতের দিক থেকে ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি। এ বৈঠকটি যদি অনুষ্ঠিত হয়, তাহলে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে যে সৃষ্ট স্থবিরতা, সেটি কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তিনি বলেন, ওয়াটার ম্যানেজমেন্টের আওতায় তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনার সম্ভাবনা আছে। আগামী ২ থেকে ৪ এপ্রিল ষষ্ঠ বিমসটেকের শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যোগ দেবেন।