শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১ কোটি ৬ লাখের অধিক টাকার চেক হস্তান্তর করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। উপদেষ্টা সাখাওয়াত হোসেনের কাছে তিনি চেক হস্তান্তর করেন। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ২৩-২৪ অর্থবছরের মুনাফা থেকে এই অর্থ দেওয়া হয়েছে। এই অর্থ শ্রমিকদের ন্যায্য পাওনাসহ অন্যান্য নাগরিক সুবিধায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ। এই সময়ে অর্থব্যয়ে নীতিমালা মানার উপর গুরুত্বারোপ করেন তিনি।