Web Analytics

অন্তর্বর্তী সরকারের অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজিত ভোটার উদ্বুদ্ধকরণ সভায় তিনি বলেন, দেশের মানুষ যেমন নির্বাচনের স্বচ্ছতা চায়, বিদেশিরাও তেমনি তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সভাটি গণভোট প্রচার ও ভোটার সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে আয়োজন করা হয়।

তিনি বলেন, জুলাই বিপ্লবের অর্জনগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এবং নেতিবাচক মনোভাবের পরিবর্তে ইতিবাচকভাবে এগিয়ে যেতে হবে। অতীতে অনেক সময় দেখা গেছে, এক সরকার যা করেছে পরের সরকার তা বাতিল করেছে— এবার যেন তা না হয়, সে আশা প্রকাশ করেন তিনি। তিনি সবাইকে ‘হ্যাঁ’ ভোট সমর্থনের আহ্বান জানান, যাতে জনগণ ও আগামী সরকার উভয়ই শক্তিশালী হয়।

সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজরুল রশীদের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সচিব, জেলা প্রশাসক ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!