Web Analytics

বিএনপি ক্ষমতায় এলে এক বছরের মধ্যে দেড় কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে গণসংযোগ ও পথসভায় তিনি বলেন, এই প্রতিশ্রুতি বিএনপির জনগণের প্রতি অঙ্গীকারের অংশ এবং আইনের শাসন ও নাগরিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা তার মূল লক্ষ্য।

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ বছর ধরে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করেছেন। বিএনপি ক্ষমতায় এলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়নের কথাও উল্লেখ করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির এই কর্মসংস্থান প্রতিশ্রুতি তরুণ ভোটারদের আকৃষ্ট করার কৌশল হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!