সরকার চাইছে আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে, তবে এর আগে সব রাজনৈতিক দলের ঐকমত্য প্রয়োজন বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তিনি জানান, ঘোষণাপত্রটি একতরফা নয়, বরং এটি রাজনৈতিক ঐক্যের প্রতিফলন হবে। কুমিল্লায় এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিরোধ সারা দেশের আন্দোলনে সাহস জুগিয়েছিল এবং সে প্রতিরোধই স্বৈরাচার পতনের পথে দেশকে এগিয়ে নিয়েছে।