আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ বিমান উড্ডয়নের তিন সেকেন্ডের মধ্যে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিধ্বস্ত হয়, এতে ২৬০ জন নিহত হন। ভারতের এভিয়েশন কর্তৃপক্ষের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, বিমানের দুইটি ইঞ্জিনের ফুয়েল সুইচ হঠাৎ ‘চালু’ থেকে ‘বন্ধ’ হয়ে যায়, যা সাধারণত অনিচ্ছাকৃতভাবে সম্ভব নয়। ককপিট রেকর্ডারে এক পাইলটকে জ্বালানি বন্ধের বিষয়ে প্রশ্ন করতেও শোনা গেছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় এবং কোনো কারিগরি সুপারিশও দেওয়া হয়নি। নিহতদের মধ্যে যাত্রীরা ছাড়াও মেডিকেল হোস্টেলের বাসিন্দারাও ছিলেন। এয়ার ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।