ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার বিরোধীদের সমর্থিত সংসদ ভেঙে দেওয়ার প্রচেষ্টায় টিকে গেছে। বৃহস্পতিবার ইসরাইলি পার্লামেন্ট নেসেটে প্রাথমিক ভোটাভুটি হয়। নেসেটের ১২০ সদস্যের মধ্যে ৬১ জন প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন। আর পক্ষে ভোট দিয়েছেন ৫৩ জন। মূলত বর্তমান সরকারে থাকা কিছু ইহুদি ধর্মপন্থি দল ‘অতি-গোঁড়া ইহুদি সেমিনারি শিক্ষার্থীদের’ সেনাবাহিনীতে বাধ্যতামূলক কাজ করার ব্যাপারে ছাড় চাইছে। অপরদিকে নেসেটের কিছু আইনপ্রণেতা ছাড়ের বিষয়টি সম্পূর্ণভাবে বিলোপ চাইছেন।