Web Analytics

ক্ষুদ্রঋণ প্রদানকারী সংগঠনগুলোর জাতীয় নেটওয়ার্ক ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) সম্প্রতি গণমাধ্যমে আলোচিত ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ ২০২৫ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিডিএফ জানায়, প্রস্তাবিত অধ্যাদেশটি ক্ষুদ্রঋণবান্ধব নয় বা মুনাফাভিত্তিক—এমন ধারণা সঠিক নয়। বরং এটি একটি ইতিবাচক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ, যা ক্ষুদ্রঋণ খাতকে আরও শক্তিশালী ও টেকসই করবে। সিডিএফের মতে, প্রস্তাবিত ব্যাংকটি সামাজিক ব্যবসার নীতিতে পরিচালিত হবে এবং বিনিয়োগকারীরা তাদের মূলধনের অতিরিক্ত কোনো লভ্যাংশ নিতে পারবেন না।

সংগঠনটি জানায়, ব্যাংকের লক্ষ্য হবে দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোগ ও কুটির শিল্পের বিকাশে সহায়তা করা। এর কার্যক্রমে ঋণ, ইনস্যুরেন্স, রেমিট্যান্স, দেশি-বিদেশি অনুদান ও ঋণ গ্রহণের সুযোগ থাকবে। সিডিএফ আরও জানায়, কোনো এনজিওকে বাধ্যতামূলকভাবে ব্যাংকে রূপান্তর করা হবে না এবং দ্বৈত নিয়ন্ত্রণের প্রশ্নও উঠবে না, কারণ ব্যাংক অংশের নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশ ব্যাংকের অধীনে, আর এনজিও অংশের নিয়ন্ত্রণ থাকবে এমআরএর অধীনে।

সিডিএফের মতে, ব্যাংকের ৬০ শতাংশ শেয়ার থাকবে দরিদ্র সদস্যদের হাতে, যা তাদের ক্ষমতায়ন ও লাভের অংশগ্রহণ নিশ্চিত করবে। সংগঠনটি দাবি করে, এই উদ্যোগ সফল হলে এটি শুধু দেশের ক্ষুদ্রঋণ খাতেই নয়, বৈশ্বিক পর্যায়েও একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!