Web Analytics

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার সাইবার ইউনিট রাজধানীর বসুন্ধরা ও উত্তরা এলাকায় সপ্তাহব্যাপী অভিযানে পাঁচ চীনা নাগরিকসহ একটি অনলাইন প্রতারণা চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিসি (সাইবার উত্তর) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এ তথ্য জানান। অভিযানে ৫১ হাজারেরও বেশি সিম কার্ড, ভিওআইপি গেটওয়ে ডিভাইস, মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন ডিজিটাল সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ডিএমপি জানায়, এই চক্র টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া চাকরির বিজ্ঞাপন, বিনিয়োগের প্রলোভন ও কম দামের পণ্যের বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারণা করত। ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে ভিওআইপি গেটওয়ে মেশিনের মাধ্যমে বিদেশে পাঠানো হতো। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন চেন লিং ফেং, জেং কং, জেং চ্যাংকিয়াং, ওয়েন জিয়ান কিউ, হুয়াং ঝেং জিয়াং, মো. জাকারিয়া, নিয়াজ মাসুম ও কামরুল হাসান ওরফে হাসান জয়।

চীনা নাগরিকদের পাসপোর্ট ও ভিসার অবস্থা যাচাই করা হচ্ছে এবং তাদের জব্দ করা ডিভাইসগুলোতে চীনা সফটওয়্যার ব্যবহারের তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!