গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের শূন্যরেখায় বিএসএফের গুলিতে আল-আমিন মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে বাড়ির পাশের শূন্যরেখায় যান আল-আমিন। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের বিশালঘর হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিজিবি প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়ে পতাকা বৈঠকে নিহতের লাশ ফেরত চেয়েছে।