Web Analytics

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরাইল ও সৌদি আরবের কাছে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ওয়াশিংটন এ সিদ্ধান্তের ঘোষণা দেয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, ইসরাইলের সঙ্গে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের ৩০টি অ্যাপাচি আক্রমণকারী হেলিকপ্টার বিক্রির চুক্তি অনুমোদিত হয়েছে, যার সঙ্গে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের যৌথ লাইট ট্যাকটিক্যাল ভেহিকল বিক্রিও অন্তর্ভুক্ত। গাজায় সাম্প্রতিক ভঙ্গুর যুদ্ধবিরতির পরপরই এই সিদ্ধান্ত আসে। পররাষ্ট্র দপ্তর জানায়, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

অন্যদিকে, সৌদি আরবের কাছেও প্রায় ৯ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যার আওতায় ৭৩০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। গত বছর ইসরাইল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়, একই সময়ে ইরানে সরকারবিরোধী বিক্ষোভে বহু মানুষ নিহত হয় বলে অভিযোগ ওঠে। সৌদি আরব ইরানের বিরুদ্ধে সরাসরি সংঘাতে না জড়ানোর বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে, কারণ উপসাগরীয় দেশগুলো আশঙ্কা করছে বড় ধরনের অস্থিরতা তাদের ব্যবসাবান্ধব ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের চলমান সামরিক অভিযানের কারণে সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ বর্তমানে অনিশ্চয়তায় পড়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!