বিএসএফ-বিজিবির মধ্যকার সীমান্ত সম্মেলনে হত্যা পুরোপুরি বন্ধের দাবি জানানো হয়েছে ঢাকার পক্ষ থেকে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল স্পষ্টভাবে জানিয়েছে, সীমান্তে অপরাধীদের প্রচলিত আইনে শাস্তি দেওয়া হোক। কিন্তু সীমান্ত লঙ্ঘনের অভিযোগে সরাসরি গুলি করে হত্যা মানবিকতার পরিপন্থি। বিএসএফ জানিয়েছে সংঘবদ্ধ চক্রের আক্রমণের চাপে গুলি চালাতে হয়। এ ঘটনা রোধে দুপক্ষ একসাথে কাজ করতে আগ্রহী। যৌথ জরিপ ছাড়াই কাঁটাতার বেড়া নির্মাণের প্রতিবাদ জানিয়েছে বিজিবি। অন্যবছরের রেওয়াজ মত এ বছর ভারতের দর্শনীয় স্থান পরিদর্শন করানো হয়নি বিজিবি প্রতিনিধিদের। সময়ও ৫-৬ দিন থেকে ৪ দিনে নেমেছে!