ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া ও হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসারা সীমান্ত দিয়ে আরও ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের জমানো টাকা-ব্যাগ সব রেখে দিয়েছে বিএসএফ। পরে বাংলাদেশ বিজিবি তাদের আটক করে যাচাই-বাছাই শেষে আইনি প্রক্রিয়া শুরু করেছে। ঠাকুরগাঁওয়ের হরিপুরের আবেদ আলীর ছেলে আফজাল হোসেন (৩২)। তার কণ্ঠে ক্ষোভ- আমরা কোনো অপরাধ করিনি। বৈধভাবে পাড়ি দিয়েছিলাম কাজের খোঁজে। এখন কিছু না নিয়ে ফিরে আসতে হলো। বিজিবি আমাদের মানবিকভাবে দেখছে, তবু ভেতরে কষ্টটা রয়েই গেল।