Web Analytics

শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ২০ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা এবং নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় শৈত্যপ্রবাহ বইছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এ মাসের অন্তত মাঝামাঝি সময় পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে পারে, এর বিস্তৃতি ও তীব্রতা কিছুটা পরিবর্তিত হতে পারে। বুধবার নওগাঁর বদলগাছীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বৃহস্পতিবার ২৪ জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও শুক্রবার তা কমে ২০ জেলায় নেমে এসেছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং ১০ জানুয়ারির দিকে উত্তর শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, আর উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!