সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি আজ বিকেল ৪টায় প্রথম বৈঠকে বসবে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে ৪ জুন এই কমিটি গঠিত হয়। তিনি জানান, আইনের খসড়া প্রণয়নে তিনি সরাসরি যুক্ত ছিলেন না, তবে আইনে হয়রানির আশঙ্কা স্বীকার করেন। কমিটি সুপারিশ দিতে পারবে, তবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তাদের নেই। তিনি সরকারি কর্মচারীদের অনুরোধ করেছেন, পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে বিরত থাকতে।