Web Analytics

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধানের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে জালিয়াতির প্রমাণ পাওয়ায় তাকে চাকরিচ্যুত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। বুধবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত ১১৮তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্তে দেখা যায়, ২০১১ সালের নিয়োগ প্রক্রিয়ায় বাছাই বোর্ডের বৈঠকের পর তাবিউর রহমানের নাম অপেক্ষমাণ তালিকায় অবৈধভাবে যুক্ত করা হয় এবং মেধাক্রম পরিবর্তন করা হয়। পরবর্তীতে তিনি নিয়মবহির্ভূতভাবে অধ্যাপক/সহযোগী অধ্যাপক পদের বিপরীতে অস্থায়ীভাবে নিয়োগ পান, যদিও সে পদের জন্য কোনো বাছাই বোর্ড অনুষ্ঠিত হয়নি। উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী জানান, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে রেজুলেশন পাসের পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তাবিউর রহমান দাবি করেছেন, তাকে এ বিষয়ে কোনো নোটিশ দেওয়া হয়নি। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিনের অনিয়মের ইঙ্গিত দেয়।

Card image

Related Rumors

logo
No data found yet!