Web Analytics

জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটে ঢাকায় পৌঁছায়। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। সেখানে সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান, নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা মরদেহ গ্রহণ করেন। সিঙ্গাপুর থেকে হাদির বড় ভাই আবু বকর মরদেহের সঙ্গে আসেন।

শনিবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের অনুরোধে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, মরদেহ হিমাগারে রাখা হয়েছে এবং শাহবাগে কর্মীরা অবস্থান নেবে। তারা আন্দোলনকারীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে এবং সহিংসতা এড়াতে সতর্ক করেছে।

হাদির মরদেহ দেশে ফেরার ঘটনায় রাজনৈতিক ও ছাত্র আন্দোলনের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যেখানে শান্তিপূর্ণ শোকপালনের আহ্বান জোরালো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!