Web Analytics

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শুক্রবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন। তার সঙ্গে ছিলেন বিশেষ সহকারী মনির হায়দার। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খানের তথ্য অনুযায়ী, বেগম জিয়া বর্তমানে হাসপাতালের সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি দেশবাসীর কাছে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!