আইএলও-এর কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিয়ানেন বলেছেন, বাংলাদেশের শ্রম পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে তার কার্যকারিতা বাড়ানো প্রয়োজন। উদ্বেগসমূহ নিয়ে মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে কার্যকর আলোচনা কতটা হয় তার ওপর নির্ভর করে সবকিছু। পোটিয়ানেক বাংলাদেশে ১০ বছর কর্মরত ছিলেন। এর মধ্যে সাত বছর আইএলও'র কান্ট্রি ডিরেক্টর এবং তিন বছর বাংলাদেশের পোশাক শিল্প খাতে কাজ করেছেন। পোটিয়ানেন ব্যাংককে আইএলও'র আঞ্চলিক অফিসে নতুন দায়িত্বে যাচ্ছেন। পোটিয়ানেন বলেন, রানা প্লাজা ধসের ঘটনার পর থেকে পোশাক শিল্পে কারখানার নিরাপত্তায় অনেক বিনিয়োগ হয়েছে। শ্রম নিরাপত্তার বিষয়ে সব শিল্পে সমানভাবে বিনিয়োগ করা হয়নি। তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা গুরুত্বপূর্ণ।