খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিস্ট শোষণমুক্ত হলেও জনগণ এখনও গণতন্ত্রের স্বাদ পায়নি। পাইকগাছা পৌর বিএনপির সম্মেলনে তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করছে। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা জাতির সঙ্গে বেইমানি করেছেন এবং দেশকে গভীর সংকটে ফেলে গেছেন। পাশাপাশি গত ১৫ বছর আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়ের জায়গা জমি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে। একটি দল আওয়ামী লীগ নেতা-কর্মীদের আশ্রয় দিচ্ছে।