সরকার পতনের সাত মাস পার হলেও কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল মেডিকেলের টিকিটে এখনো মুজিববর্ষের লোগো ব্যবহার করা হচ্ছে। এতে ক্ষোভ জানিয়েছেন জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র-জনতা। তারা বলছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও এখনো বিভিন্ন অফিস-আদালতে তাদের লোকজন রয়ে গেছে। মঙ্গলবারও হাসপাতালটির জরুরি বিভাগের টিকিটে মুজিববর্ষের লোগো দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আগের ছাপানো অনেক টিকিট রয়ে গেছে। যা এখনো বাতিল করা যাচ্ছে না। এছাড়া নতুন টিকিট ছাপানোরও অনুমতি পাওয়া যাচ্ছে না। তাই পুরোনো টিকিট ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা।