Web Analytics

সারাদেশে জাতীয় পার্টির অফিস অভিমুখে লংমার্চের ঘোষণায় রংপুরে নিজেদের পায়রা চত্বরের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জাপা নেতাকর্মীরা। উপস্থিত নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগের পক্ষে কিংবা বিপক্ষে কোন অবস্থানেই নেই জাতীয় পার্টি। অফিসে এসে ঝামেলা করার চেষ্টা করা হলে তা প্রতিরোধ করা হবে। রাজধানীতে মব প্রতিহত করতে ভিপি নুরসহ অন্যদের ওপর যে হামলা হয়েছে, সেটা সেনাবাহিনী ও ‍পুলিশ করেছে। এর সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই। অবস্থান নেয়া রংপুর জেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক আরিফ জানান, গণঅধিকার পরিষদে আওয়ামী লীগের বহু নেতাকে পুনর্বাসন করা হয়েছে। কিন্তু দায়সারা হিসেবে জাতীয় পার্টির ওপর দোষ চাপানোর একটা চেষ্টা করা হচ্ছে। জাতীয় পার্টির আনিছুর রহমান আনিছ বলেন, ওরা আমাদের অফিস এসে ভাঙচুর করতে চাইলে, সেটা প্রতিহত করবো। এছাড়া দলটির নেতারা বলেন, আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির কোন সম্পর্ক নাই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন তারা জাতীয় পার্টিকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!